টুকু বলেন, ‘ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করেছে। স্বৈরাচার বিদায় হলেও অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার আদালতে চলমান রয়েছে। এ দেশের মানুষ ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে। বিএনপির ক্ষমতায় আসলে টেকসই উন্নয়ন হবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘টাঙ্গাইল থেকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। উন্নয়নের ক্ষেত্রে মডেল টাঙ্গাইল হিসেবে ঘোষণা করা হবে। টাঙ্গাইল সদরে মানুষ আমাকে নিজের সন্তান হিসেবে সাদরে গ্রহণ করেছেন। আজকে লিফলেট বিতরণ অনুষ্ঠানে বাঁধভাঙা জোয়ারের মতো মানুষ এসেছে। আগামীতে সকলে ঐক্যবদ্ধ হয়ে সামনের পথ চলবো।’
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ। পরে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মিছিল বের করা হয়।





