বিগত সরকারগুলোর ব্যর্থতায় দেশকে অনিবার্য পরিণতিতে ভুগতে হয়েছে: এনসিপি

এনসিপির আলোচনা সভা
এনসিপির আলোচনা সভা | ছবি: এখন টিভি
0

মুক্তিযুদ্ধ পরবর্তী সরকারগুলোর ব্যর্থতার কারণে দেশকে ব্যর্থতার অনিবার্য পরিণতি ভুগতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে রাষ্ট্রগঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি: নভেম্বর, ১৯৭৫’ শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তারা।

এসময় এনসিপি নেতা সারোয়ার তুষার বলেন, ‘মুক্তিযুদ্ধত্তোর রাষ্ট্রগঠনের ব্যর্থতার পেছনে শেখ মুজিবের বিভক্তির রাজনীতি অন্যতম কারণ। আওয়ামী লীগের মাধ্যমে শুধু বাংলাদেশের ইতিহাস না, নিজেদের দলের ইতিহাসও সঠিকভাবে লেখানো সম্ভব না।’

আরও পড়ুন:

এদিকে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘একাধিকবার ক্ষমতা পেয়েও সংস্কার করেনি বিএনপি। জিয়াউর রহমান ৭২ সংবিধান সংস্কার করতে চাইলেও তার দলের বর্তমা৷ন নেতারা এ সংবিধান রক্ষা করতে চাইছেন।’

এসময় জোটবদ্ধ দলগুলোকে নিজ প্রতীকেই নির্বাচন করার নিয়ম করে প্রতীক বিক্রির ব্যবসা বন্ধ করে দেয়া হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান পাটওয়ারী।

এ সময় ’২৪-এ শুধু সরকার পরিবর্তনের জন্য মানুষ জীবন দেয়নি উল্লেখ করে দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘দেশের মানুষ নতুন বন্দোবস্ত চায়, আর জুলাই সনদ তার ভিত্তি।’

এসএস