খুদেবার্তায় তিনি জানান, নাহিদ ইসলাম সকাল ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল বাজারে পৌঁছাবেন।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর রাত ১০টার দিকে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনে চোখ হারানো ও গুলিতে আহত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিন।
আরও পড়ুন:
আন্দোলনের সময় শরীরের আরও কয়েক স্থানে গুলির স্প্রিন্টার লেগে আহত হয়েছিলেন তিনি। একটি গুলির স্প্রিন্টার তার গলার দীর্ঘদিন যাবৎ আটকে ছিল। গলায় আটকে থাকা এ স্প্রিন্টার অপারেশন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। চিকিৎসকরা জানান, সেই স্প্রিন্টার থেকেই সৃষ্ট শ্বাসকষ্টে তিনি মারা যান।
এর আগে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পুনর্বাসন কার্যক্রমের আওতায় সিদ্ধিরগঞ্জে নিজ এলাকায় সালাউদ্দিনকে একটি মুদি দোকান দেয়া হয়।





