প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন তারেক রহমান, বগুড়ায় জাগছে আশার আলো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | ছবি: সংগৃহীত
0

প্রাথমিক সদস্যপদ লাভের মধ্য দিয়ে তারেক রহমানের বিএনপিতে অভিষেক ২০০২ সালের প্রথম দিকে। এরপর দলীয় কর্মকাণ্ডের মাধ্যমে পর্যায়ক্রমে সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। তবে এবারই প্রথমবার তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এ নিয়ে বগুড়ার মানুষের মনে আশার আলো সঞ্চার হয়েছে। দীর্ঘ সময় যাবৎ বঞ্চিত বগুড়া আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলেও মনে করছেন তারা।

বগুড়া-৬ আসন থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। এ আসনে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত  টানা ৪ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 

বগুড়ায় মা-ছেলে নির্বাচনে অংশ নেয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। তারা বলছেন, দেশের সর্বোচ্চ ভোটে নির্বচিত হবেন তারেক রহমান ও তার মা খালেদা জিয়া।

আরও পড়ুন:

বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেয়ার কথা শুনে এ আসনের সাধারণ ভোটাররা আশায় বুক বেঁধে আছেন। তাদের আশা, নির্বাচনের পর উন্নয়ন বঞ্চিত বগুড়ায় আবারও উন্নয়ন হবে। লাঘব হবে দীর্ঘদিনের নানা সমস্যা ও দুঃখ দুর্দশা।

এসএইচ