আজ (রোববার, ২ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ তাহের বলেন, ‘বিএনপি বা জামায়াতকে খুশি করা ড. ইউনূসের দায়িত্ব না, আপনার দায়িত্ব জনগণকে খুশি করা। কারোর চাপে মাথা নত করলে ড. ইউনূস হিরো থেকে জিরো হয়ে যাবেন।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘বিএনপি বুঝেশুনেই একমত হয়ে জুলাই সনদে সাইন করেছে। রাতে দুঃস্বপ্ন দেখে এখন এলোমেলো কথা বলছে।’
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ‘২০০৬ সালে ২৮ অক্টোবর বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রথম দাঁড়িয়েছিল জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির।’ এছাড়া টেকসই জুলাই সনদের জন্য অবশ্যই নভেম্বরে গণভোট দেয়ার আহবানও জানান তিনি।




