এ লক্ষে নতুনভাবে একজন তত্ত্বাবধায়ক ও ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে দলটি। যা এরইমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় অনুমোদিত হয়েছে।
আজ (শনিবার, ১ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭টি টিম ও টিম প্রধানের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
আরও পড়ুন:
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই সমন্বিত কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ ছাড়া স্পোকস পারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। প্রেস দেখাশোনা করবেন সাংবাদিক ড. সালেহ শিবলী।
টিভি ও রেডিও সমন্বয় করবেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল।
বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্কের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক তত্ত্বাবধান করবেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান অ্যাপোলো।
কনটেন্ট জেনারেশন তত্ত্বাবধান করবেন ড. সাইমুম পারভেজ এবং রিসার্চ ও মনিটরিংয়ের বিষয়টি দেখবেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা রেহান আসাদ।
প্রসঙ্গত, সাংগঠনিক কর্মকাণ্ড প্রচার, সাংবাদিকের কাছে তথ্য সহজে পৌঁছে দেওয়া এবং দলের নীতি, আদর্শ, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা দেশবাসীর সামনে কার্যকরভাবে উপস্থাপন করার লক্ষে ২০২২ সালের ২০ জুন ‘বিএনপি মিডিয়া সেল’ গঠন করা হয়।
প্রথম দিকে ১০ সদস্যের কমিটি থাকলেও পরে আরও কয়েকজনকে যুক্ত করা হয়েছে।





