অধ্যাপক মজিবুর রহমান বলেন, ‘গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হওয়া অবাস্তব একটি ধারণা। জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং গণভোটের আয়োজন করতে হবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘যারা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহায়তা করেছে, তাদেরও আজ সেই পরিণতি ভোগ করতে হবে।’
আরও পড়ুন:
জামায়াত ক্ষমতায় এলে ঘুষ ও দুর্নীতি বন্ধ করে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে বলে জানান মজিবুর রহমান।
এসময় তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছর ক্ষমতায় থাকা দলগুলো ইসলামী একটি আইনও বাস্তবায়নের চেষ্টা করেনি।
সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘ভোট কারচুপিতে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কার করতে হবে।’




