জুলাই ব্যবহার করে একটি পক্ষ নিজের আখের গোছানোয় ব্যস্ত: শিবির সভাপতি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম | ছবি: সংগৃহীত
0

জুলাইকে ব্যবহার করে একটি পক্ষ নিজের আখের গোছানোয় ব্যস্ত বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ (সোমবার, ২৭ অক্টোবর) সকালে রংপুরের কারমাইকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় এ মন্তব্য করেন তিনি।

জীবন থাকতে কাউকে জুলাই নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন শিবির সভাপতি।

তিনি বলেন, ‘জুলাই বিপ্লব হঠাৎ করে হয়ে যায়নি। ২০০৬ সালের ২৮ অক্টোবর হত্যাকাণ্ডের মধ্যদিয়ে শেখ হাসিনা ফ্যাসিবাদের বীজ বপন করেছে।’

আরও পড়ুন:

বক্তব্যে চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে শিবিরের জয়ের পেছনে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি ভূমিকা রেখেছে বলে জানান জাহিদুল ইসলাম।

এসময় তিনি ডাকসুর মাদক নির্মূল কর্মকাণ্ডে বাধা সৃষ্টিকারীদের কঠোর সমালোচনা করে জানান, চব্বিশের ৫ আগস্ট আগের বস্তা পচা রাজনীতির কবর রচিত হয়েছে।

এফএস