কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করে এসে ভিন্ন কথা বলছেন: মোয়াজ্জেম

মোয়াজ্জেম হোসেন আলাল
মোয়াজ্জেম হোসেন আলাল | ছবি: এখন টিভি
0

কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করে বাইরে এসে ভিন্ন কথা বলছেন, এ যেন একই অঙ্গে ভিন্ন রূপ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল।

আজ (সোমবার, ২০ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী চালক দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘দলের নামের সঙ্গে ইসলাম থাকলেই তারা ইসলামী হয়ে যায় না। শুধু বিএনপিই জামায়াতের সমালোচনা করছেন এমনটা নয়। জুলাই আন্দোলন থেকে উঠে আসা নতুন দল এনসিপিও দলটির কর্মকাণ্ডের সমালোচনা করছে।’

আরও পড়ুন:

মত ও আদর্শের ভিন্নতা থাকবে তবে তা উগ্রতায় পরিণত হলে ফল ভালো হয় না বলেও মন্তব্য করেন আলাল।

গণতন্ত্রকামী দলগুলো উগ্রতা ছড়ালে ফ্যাসিবাদ আবারও ফিরে আসার শঙ্কা প্রকাশ করেন তিনি।

এসএস