চতুর্দিক থেকে বিএনপিকে ঘায়েলের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

চতুর্দিক থেকে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শনিবার, ১১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ.স.ম. হান্নান শাহ’র স্মরণসভায় এমন মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা কেউ মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। চতুর্দিক থেকে চেষ্টা হচ্ছে বিএনপিকে ঘায়েল করার জন্য।’

এসময় কোনো কোনো উপদেষ্টা কিছু দলের প্রতি পক্ষপাতমূলক আচরন করছে—এমন অভিযোগ আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি এসব অভিযোগ শুনতে চায়না।’

আরও পড়ুন:

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়ে তিনি বলেন, ‘ভারত সবসময় চেষ্টা করেছে, যে বাংলাদেশের মানুষকে কীভাবে বিপদে ফেলা যায়। আমাদের নির্বাচনগুলোতেও অতীতে হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কিন্তু সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে, আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে।’

এছাড়া বিএনপির একমাত্র দাবি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা—এমনটাও জানান তিনি।

এসএইচ