আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) এনসিপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সাক্ষাতে বাংলাদেশে আইএমএফের কর্মকাণ্ড ও চলমান অর্থনৈতিক সংস্কারের কর্মসূচি ও এনসিপির অর্থনৈতিক নীতি নিয়ে বিশদ আলোচনা হয় বলে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসংস্থান বিষয়ক কর্মসূচি, কাঠামোগত সংস্কার, কৃষকদের ভর্তুকি, জনস্বাস্থ্য ও শিক্ষানীতি এবং সরকারের ফিসকাল ও আর্থিক পলিসি নিয়ে এনসিপির কর্মপন্থা আলোচনায় প্রাধান্য পায়।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির পক্ষ থেকে ২৪ দফার আলোকে কীভাবে ভবিষ্যতে আর্থিক খাতে কাজ করা হবে এবং সংস্কারকে টেকসই করার জন্য কাজ করা হবে সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা ও এনসিপির অবস্থান তুলে ধরা হয়।
এনসিপির পক্ষ থেকে যুগ্ম-সদস্য সচিব ও আলাউদ্দীন মোহাম্মদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান জোহান ও ট্রেজারার সাইফ মুস্তাফিজ উপস্থিত ছিলেন বলেও এ বিজ্ঞপ্তিতে জানানো হয়।





