গণভোট ইস্যুতে ঐকমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: সংগৃহীত
0

গণভোট ইস্যুতে ঐকমত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া ঐকমত্য হওয়ার সংস্কার প্রস্তাবগুলো এগিয়ে নিতেও বিএনপি বদ্ধপরিকর বলে জানান তিনি। আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আমির খসরু এ কথা বলেন।

সকালে গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত।

ব্রিফিংয়ে আমির খসরু বলেন, ‘ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে সব সমস্যার সমাধানে দায়িত্ব দেয়নি দেশের জনগণ। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে তা নিয়েই এগিয়ে যেতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে যতটুকু ঐকমত্য হবে, তার বাইরে যাওয়ার সুযোগ নাই। সেটা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আর যে বিষয়ে ঐকমত্য হবে না, সেগুলো আগামী নির্বাচনের পর সমাধান হবে। বিএনপির দেয়া অনেক বিষয় আছে, যেখানে ঐকমত্য আসেনি। আমরা তা মেনে নিয়েছি। তাই সব দলেরও মেনে নেয়া উচিত।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বাংলাদেশের সাথে আগামীতে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য নিয়ে জার্মান রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে বিএনপির। বাংলাদেশের স্বার্থে প্রত্যেক দেশের সাথে সম্পর্ক করতে রাজি বিএনপি।’

ক্ষমতায় এলে ১ কোটি বেকারের কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণের জন্য জার্মানির সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগ নেতার সঙ্গে ৩ রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়ে আমির খসরু বলেন, ‘বিএনপির পক্ষ থেকে কমেন্ট নাই। রাজনীতি সহজ নাকি? কারো বাসায় একটা কূটনীতিক মিটিং হলে কিছু হয়ে যায় নাকি? এগুলো গুরুত্ব দেয় না বিএনপি। জনগণ কী চায় সেটা গুরুত্বপূর্ণ বিএনপির কাছে।’

ইএ