ডা. জাহিদ হোসেন বলেন, ‘চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভালো হওয়ায় নিজের থেকেই তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যাবার ইচ্ছে পোষণ করেন। তারেক রহমানের সাথে কথা বলে তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত নেন কবর জিয়ারতের। দিনে না গিয়ে গভীর রাতে গিয়েছেন যেন সাধারণ মানুষের কষ্ট না হয়।’
আরও পড়ুন:
উল্লেখ্য, রাত প্রায় ১১টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে পৌঁছায়। সেখানে তিনি স্বামীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন। এছাড়াও তিনি তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকো, ২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ এবং গুম হওয়া নেতাকর্মীদের জন্যও দোয়া করেন।
জিয়ারতের সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিবারের সদস্যরা, যার মধ্যে ছিলেন তার ছোটভাই মরহুম সাঈদ এসকান্দারের সহধর্মিণী এবং প্রকৌশলী শামীম ইসকান্দারের সহধর্মিণী কানিজ ফাতেমা।





