এনসিপিকে শাপলা প্রতীক না দিতে ইসিকে চাপে ফেলছে একটি পক্ষ: নাহিদ ইসলাম

নির্বাচন ভবন ও নাহিদ ইসলাম
নির্বাচন ভবন ও নাহিদ ইসলাম | ছবি: এখন টিভি
0

এনসিপিকে শাপলা প্রতীক না দেয়ার আইনি ব্যাখ্যা না দিলে, জনগণকে সঙ্গে নিয়ে ইসির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এখন টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে নাহিদ ইসলাম দাবি করেছেন, দেশব্যাপী শাপলা প্রতীকের ব্যাপারে গণজোয়ার তৈরি হওয়ায়, এনসিপিকে এই প্রতীক না দিতে ইসিকে চাপে ফেলছে একটি পক্ষ।

এদিকে, নিবন্ধনের সময় শাপলা চেয়েও না পেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দিলে আক্ষেপ থাকলেও আইনি লড়াইয়ে যাবে না তার দল।

নিবন্ধনের জন্য ২২ জুন নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় নাগরিক পার্টি। শুরুতে শাপলা, কলম ও মোবাইল ফোনের মধ্যে অগ্রাধিকারভিত্তিতে যেকোনো একটি বরাদ্দ চেয়েছিল দলটি। তবে, পরবর্তী ইসিকে চিঠি দিয়ে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা চেয়ে আবেদন করে তারা।

আরও পড়ুন:

গত ৩০ সেপ্টেম্বর এনসিপিকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। তবে প্রতীক বিষয়টি তখনো অমীমাংসিত রাখা হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, শাপলা প্রতীক দিতে রাজি না হওয়া বেআইনি এবং স্বেচ্ছাচারী আচরণ।

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন যদি মনে করে এটি পাওয়ার যৌক্তিকতা নেই তাহলে সেটার আইনি অথবা সাংবিধানিক ব্যাখ্যা আমাদের দিতে হবে। তারা কিন্তু কোনো ধরনের ব্যাখ্যা দিচ্ছে না। যতগুলো যুক্তি দেখিয়েছিল সবগুলো যুক্তিই আমরা খণ্ডন করেছি আইনগতভাবে। শাপলা প্রতীক দিতে রাজি না হওয়া বেআইনি এবং স্বেচ্ছাচারী আচরণ বহি:প্রকাশ হচ্ছে নির্বাচন কমিশনের। আমরা বলবো যে আমরা ন্যায় বিচার পাচ্ছি না।’

এর আগে, দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে কেটলি প্রতীক বরাদ্দ পায় নাগরিক ঐক্য। তবে, বিধিমালা সংশোধন করে এনসিপিকে শাপলা দিলে নাগরিক ঐক্য আইনি লড়াইয়ে যাবে না বলে জানিয়েছেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমাদের যদি শাপলা দিত তাহলে একটা আনন্দ উৎসবের মতো লাগবে। ভালো হয়েছে। যদি তাদেরকে দেয় তাহলে এটা নিয়ে আমি মামলায় যেতে চায় না।’

এদিকে, নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ অনুযায়ী রাজনৈতিক দলকে জাতীয় কোনো প্রতীক বরাদ্দ দিতে নিষেধাজ্ঞা নেই বলে জানান এই নির্বাচন বিশেষজ্ঞ। তবে ইসি এনসিপিকে কেনো শাপলা প্রতীক বরাদ্দ দিতে চাইছে না, তার কারণ কমিশনকেই খোলাসা করার পরামর্শ তার।

নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বলেন, ‘গণপ্রতিনিধি আদেশ ১৯৭২ এর আদেশে কোথাও বলা নেই যে জাতীয় প্রতিকের কোনো কিছু রাজনৈতিকদলগুলোকে বরাদ্দ দেয়া যাবে না। এটা কোথাও নেই।’

৭ অক্টোবরের মধ্যে ইসির বেঁধে দেয়া ৫০ টি প্রতীক থেকে একটি বেছে নিয়ে এনসিপিকে সিদ্ধান্ত জানাতে হবে। তবে, এনসিপির আহ্বায়কের সাফ কথা- শাপলাই চাই তাদের।

দাবি আদায়ে, আদালত এবং রাজপথ দুটোকেই সামনে রেখে কর্মসূচি সাজাচ্ছে বলেও জানান তিনি।

সেজু