স্থানীয় সূত্র জানায়, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে ব্যঙ্গ করে একটি ছবি শেয়ার করেন। পোস্টটি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়লে পরে তিনি দুঃখ প্রকাশ করে তা মুছে ফেলেন। এ ঘটনায় স্থানীয়ভাবে বৈঠক ডাকা হলেও বৈঠকের আগেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।
আরও জানা যায়, সংঘর্ষে বিএনপি ও জামায়াতের উভয়পক্ষের অন্তত ২০ জন করে আহত হন। গুরুতর আহত বিএনপির পাঁচজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে জামায়াতের আটজন গুরুতর আহতকে চাঁদপুর সদর হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
এ ঘটনায় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, জামায়াত কর্মীরা অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। অন্যদিকে জামায়াত নেতারা দাবি করেছেন, পরিকল্পিতভাবে বিএনপি কর্মীরাই তাদের ওপর হামলা করেছেন।
সংঘর্ষের পর কিছু সময়ের জন্য পালিশারা বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, প্রাথমিকভাবে ৪ থেকে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখনও কোনো লিখিত অভিযোগ বা আটক হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।





