‘পিআর পদ্ধতি হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে, জনগণের চাওয়ার বিরুদ্ধে’

অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম
অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম | ছবি: সংগৃহীত
0

পিআর পদ্ধতি গণতন্ত্র ও জনগণের চাওয়ার বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন আসন্ন জাতীয় নির্বাচনে মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম। আজ (বৃহস্পতিবার, ২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কালকিনি বাজারে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এমন মন্তব্য করেন।

রেজাউল করিম বলেন, ‘পিআর পদ্ধতি হচ্ছে বাংলাদেশে আরেক ফ্যাসিজম নিয়ে আসা। পিআর তো ইসলাম সমর্থন করে না। পিআর নিয়ে যিনি কথা বলেন, তিনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন। পিআর পদ্ধতি হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে, জনগণের চাওয়ার বিরুদ্ধে। 

তিনি বলেন, ‘যদি নির্বাচিত হতে পারি তাহলে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি থাকবে না। এলাকায় হয়রানিমূলক মামলা, জমি দখল, আরপিট এবং ভয়-ভীতি দেখানো বন্ধ করতে হবে। যুগ যুগ ধরে এলাকার মানুষ শোষিত বঞ্চিত হয়েছেন, তাদের ভাগ্যের উন্নয়নে কাজ করব।’

আরও পড়ুন:

এ দিন রেজাউল করিম নির্বাচনি এলাকার বিভিন্ন হাটবাজারে পথসভা করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এসব পথসভায় অংশ নেন তিনি। 

এরপর ভুরঘাটা, মোস্তফাপুর, মাদারীপুর, খোয়াজপুর, খাসেরহাট, সূর্য মনি, লক্ষ্মীপুরসহ আরও কয়েকটি এলাকার পথসভায় অংশ নেন এবং বক্তব্য রাখেন তিনি।

এসএইচ