স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দুর্নীতির পাহাড় দিন দিন বাড়ছে: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ছবি: এখন টিভি
2

স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দুর্নীতির পাহাড় দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে জামায়াতে ইসলামীর কাফরুল দক্ষিণ থানা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘জামায়াত জনগণের সম্পদকে আমানত মনে করে।’ অতীতে এমপি থাকাকালীন জামায়াতের নেতাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির রেকর্ড নেই বলেও জানান তিনি।

আরও পড়ুন:

তিনি আরও জানান, ৫ তারিখের পরে সবাই যদি দেশকে ভালোবাসতো তাহলে মানুষের মুখে মুখে শুনতে হতো না যে, দেশ আজ চাঁদাবাজদের দখলে। 

এসময় জামায়াত আমির কুরআনের আদর্শে রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ করে ৩ দফা ঘোষণা করেন। যেখানে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, দুর্নীতি নির্মূল এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার কথা উল্লেখ করা হয়।

এসএইচ