তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে আমি নাকি এস আলম গ্রুপের সাথে সম্পৃক্ত হয়ে ১২ হাজার কোটি টাকা পাচার করেছি। আমার যদি ১২ টাকা পাচারেরও প্রমাণ পাওয়া যায়, তাহলে রাজনীতি ও ব্যবসা ছেড়ে দেব।
আরও পড়ুন:
তিনি আরও জানান, তাকে উদ্দেশ্যমূলকভাবে বিতর্কিত করার জন্য কিছু মহল অপপ্রচার চালাচ্ছে। এস আলম গ্রুপ বা অন্য কোনো প্রতিষ্ঠানের দুর্নীতির সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তার বিরুদ্ধে এসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানান, সত্য যাচাই না করে কোনো বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার জন্য।





