এস আলম গ্রুপের সঙ্গে ফারইস্ট কোম্পানির কোনো সম্পৃক্ততা নেই: ফখরুল ইসলাম

ফারইস্ট কোম্পানির চেয়ারম্যান ফখরুল ইসলাম
ফারইস্ট কোম্পানির চেয়ারম্যান ফখরুল ইসলাম | ছবি: এখন টিভি
0

বিভিন্ন গণমাধ্যমে এস আলম গ্রুপের সঙ্গে ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসায়িক সম্পৃক্ততা ও বিদেশে অবৈধভাবে অর্থ পাচারের বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন কোম্পানির চেয়ারম্যান ফখরুল ইসলাম। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন। তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে আমি নাকি এস আলম গ্রুপের সাথে সম্পৃক্ত হয়ে ১২ হাজার কোটি টাকা পাচার করেছি। আমার যদি ১২ টাকা পাচারেরও প্রমাণ পাওয়া যায়, তাহলে রাজনীতি ও ব্যবসা ছেড়ে দেব।

আরও পড়ুন:

তিনি আরও জানান, তাকে উদ্দেশ্যমূলকভাবে বিতর্কিত করার জন্য কিছু মহল অপপ্রচার চালাচ্ছে। এস আলম গ্রুপ বা অন্য কোনো প্রতিষ্ঠানের দুর্নীতির সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তার বিরুদ্ধে এসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানান, সত্য যাচাই না করে কোনো বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার জন্য।

ইএ