এতে সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাধু সন্ন্যাসীসহ সনাতনী ধর্মাবলম্বীরা উপস্থিত ছেলেন।
আমির খসরু বলেন, ‘নতুন বাংলাদেশ তৈরির যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি পূরণ করতে বিভক্তি দূর করতে হবে। সাম্প্রদায়িক, সংখ্যালঘু শব্দগুলোর ব্যবহারের মাধ্যমে আগে বিভক্তি তৈরির এবং তা জিইয়ে রাখার অপচেষ্টা হয়েছে।’
এসময় রাজনীতিবীদদের সহনশীল আচরণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘কারও মত অপছন্দ হলেও সেটিকে সম্মান জানাতে হবে।’
আমির খসরু বলেন, ‘সংবিধান এ দেশের সকলকে সমান অধিকার দিয়েছে। এখানে কেউ দুর্বল নয়। সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। অন্যথায় সংস্কৃতি, অর্থনৈতিক সর্বোপরি উন্নত জাতী হিসেবে গড়ে ওঠা যাবে না।’





