‘৩০ কার্যদিবসে জুলাই ঘোষণাপত্র না দিলে মানুষ আবারো রাস্তায় নামবে’

এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন
এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন | ছবি: এখন টিভি
0

৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে দেশের মানুষ আবারো রাস্তায় নেমে আসবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আক্তার হোসেন। আজ (সোমবার, ১২ মে) রাতে রাজধানীর বাংলা মোটরে রূপায়ন টাওয়ারের নিচে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে দেশের মানুষ আবারো রাস্তায় নেমে আসবে। এবং যদি আওয়ামী লীগের কোনো প্রেতাত্মা রাজপথে কোনো কার্যক্রম করার চেষ্টা করা হয় তাহলে প্রতিহত করা হবে।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হওয়ায় প্রতিক্রিয়া জানাতে মূলত এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এসময় এনসিপির পক্ষ থেকে মিষ্টি বিতরণও করা হয়। এতে বক্তব্য রাখেন দলের অন্য নেতাদারাও। তারা বলেন, অন্য কোনো দল ক্ষমতায় এসে যেন মানুষকে চুপ করিয়ে দিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

তারা আরো বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ যে দখলদারিত্ব কায়েম করেছে তা একদিনে নিঃশেষ হওয়ার নয়। আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে রক্ষা করার চেষ্টা হলে ছাত্রজনতা আবার মাঠে নামবে বলেও জানান বক্তারা।

এএইচ