জুলাই ঘোষণাপত্রসহ গণঅভ্যুত্থানের যে দাবিগুলো এখনও পূরণ হয়নি, সেগুলোতে সক্রিয় থাকার অঙ্গীকার নিয়ে আসছে নতুন প্লাটফর্ম আপ বাংলাদেশ।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতের নেতৃত্বে ৯ মে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ বা আপ বাংলাদেশ নামের একটি প্লাটফর্ম। তবে রাজনৈতিক দল হয়ে আসার পরিকল্পনা নেই তাদের।
আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, ‘দায়িত্ববোধের জায়গা থেকে জুলাইয়ের স্টেক হোল্ডার হিসেবে আমরা ওই প্লাটফর্মটা হতে চাই যারা বিএনপি, জামায়াত, এনসিপিসহ রাজনৈতিক দলগুলোর ওপর প্রেসার ক্রিয়েট করবে। একই সাথে অন্তর্বর্তী সরকারকে প্রেসার করে তাদরে সাথে সমন্বয় করবে। যেন জুলাইয়ের ইস্যুগুলো সেটেলড হয়।’
তিনি জানান, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধকে ধারণ করে সব দল মত ধর্ম বর্ণের নারী পুরুষ সবাইকে নিয়েই কাজ করবে এই প্লাটফর্ম।
আলী আহসান জুনায়েদ বলেন, ‘সমাজের যে বাস্তবতা আছে অর্থাৎ এখানকার যে আইন-কানুন, নিয়ম-রীতি, ইতিহাস-ঐতিহ্যকে অস্বীকার করে আমরা কোনোকিছুর দিকে অগ্রসর হবো না। বরং এগুলোকে মেনে এগুলোকে ওউন করে আমরা বাংলাদেশের নতুন পথের যাত্রা করতে চাই। সুতরাং যারাই এই ব্যাপারে একমত হবেন ডান-বাম, নারী-পুরুষ, সকল মানুষকেই সাথে নিয়ে আমরা এই প্লাটফর্মটা লঞ্চ করবো ইনশা আল্লাহ।’
ফ্যাসিবাদবিরোধী সব প্লাটফর্মকেই স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন, এনসিপির পক্ষ থেকে আপ বাংলাদেশের প্রতি থাকবে পূর্ণ সমর্থন।
এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাড. আবদুল্লাহ আল আমিন বলেন, ‘আমাদের তিন জন ভাই যারা নাগরিক কমিটিতে ছিলেন তারা নাগরিক পার্টিতে আর আসেননি। পরে তারা আপ বাংলাদেশ নামে প্লাটফর্ম করার ঘোষণা দিয়েছেন। তা অবশ্যই সাধুবাদ জানাবো। তরুণ প্রজন্ম যদি যেকোনো রাজনৈতিক মুভমেন্টে- যে দলের নামেই হোক, যে প্লাটফর্মের নামেই হোক মাঠে নামে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো।’
এদিকে রাজনৈতিক বিশ্লেষক বলছেন, জুলাইয়ের শক্তি বিভক্ত হলে সুযোগ পাবে পতিতরা। তাই আপ বাংলাদেশকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘এই দাবিগুলো সামনে আনার জন্য কোনো প্লাটফর্মের গুরুত্ব আমি মনে করি না। তৈরি হতে হলে তাকে ওইরকম একটা লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হবে। সেটা তো সময়সাপেক্ষ।’
আপ বাংলাদেশের এই প্লাটফর্মে উপদেষ্টা পরিষদে প্রাথমিকভাবে অন্তত ১০ জনের বিশিষ্ট নাগরিক থাকবে বলে জানা গেছে। এ ছাড়া আহ্বায়ক কমিটি হবে ৭৫ থেকে ১০০ জনের।