বিএনপির এই দাবির সাথে হেফাজতে ইসলামও একমত পোষণ করেছে বলেও জানান তিনি।
এছাড়া ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মীদের গণহত্যার বিচারের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বিএনপি।
পাশাপাশি বিগত সরকারের আমলে হেফাজতে ইসলামের বিরুদ্ধে হওয়া হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবিও জানান সালাহ উদ্দিন আহমদ।
এসময়ও গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানায় বিএনপি।
এর আগে রাত ৮ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে হেফাজতে ইসলামের সাথে বৈঠক করে লিয়াজো কমিটি।