'অনির্দিষ্টকালের জন্য এই সরকারকে জনগণ চায় না'

দেশে এখন
রাজনীতি
0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনির্দিষ্টকালের জন্য এই সরকারকে জনগণ চায় না। তিনি বলেন, 'জনগণের স্বার্থ বিঘ্নিত হলে বিএনপি আবারও রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।'

আজ (শনিবার, ২৯ মার্চ) বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ নং ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'বিএনপি ভারত, পাকিস্তান, ইংল্যান্ড কিংবা আমেরিকার পক্ষে নয়, বিএনপি বাংলাদেশের পক্ষে।'

তিনি বলেন, 'ফেসবুক, ইউটিউবে বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে।'

এ সময় বাংলাদেশে নৈরাজ্য ও বিভাজনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন ফখরুল।

ইএ