‘দেশ এখনো স্বৈরাচার মুক্ত হয়নি’

0

দেশ এখনও স্বৈরাচার মুক্ত হয়নি, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত স্বৈরাচার বিভিন্ন রূপে আসতে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (সোমবার, ১৭ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের লক্ষণ দেখে মনে হচ্ছে তারা সব সংস্কার একাই করবে।’ কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে সরকার তার মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছে বলে অভিযোগ করেন আমির খসরু।

জনগণের মতামত না নিয়ে বিশেষ কিছু ব্যক্তির সিদ্ধান্ত মাধ্যমে সরকার দেশ পরিচালক করছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘শেখ হাসিনা বিদায় নিলেও জনগণ তাদের মালিকানা এখনো ফিরে পায় নি। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান জানান আমির খসরু।

ইএ