আজ (বুধবার, ১২ মার্চ) বিকেলে রাজধানীর বকশিবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার থানার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, 'গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি, কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আমাদের আরও একটি লড়াই সংগ্রাম করতে হবে।'
তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকারের সুন্দর সময়কে কাজে লাৃগিয়ে জামায়াত ইসলামী দেশবাসীকে শোষণ, জুলুম, নিপীড়ন, ক্ষুধা, দারিদ্রমুক্ত নতুন বাংলাদেশের যে ডাক দিয়েছে সেই লক্ষ্যে কাজ করতে হবে।'
এসময় রাজনৈতিক প্রতিহিংসা ভুলে গিয়ে জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে কোরআনের বাংলাদেশ গড়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।