এসময়ে তিনি বলেন, ‘বেআইনি ও সন্ত্রাসী কার্যকলাপকে প্রশ্রয় দেয়া হবে না। যারা দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মামলা দায়ের করা হয়েছে। অন্য দল যেখানে দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের রক্ষা করে বিএনপির সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করছে।’
ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করতে না পারে সে জন্য যুবদল কঠোর নীতি গ্রহণ করবে বলেও জানান তিনি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।