‘রাজনৈতিক দলের স্বদিচ্ছার ওপর দেশের সংস্কার ছেড়ে দেয়া যাবে না’

রাজনীতি
0

দেশের সংস্কার রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছার উপর ছেড়ে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আজ (শনিবার, ২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক কনফারেন্সে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘অতীতেও নির্বাচিত দলগুলো সংস্কারের কথা বলে ক্ষমতায় এসে সংস্কার করেনি।’

সংবিধান সংস্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সংবিধানে এমন কিছু মৌলিক সংস্কার করতে হবে যা আর পরিবর্তন করা যাবে না।’

এসময় শেখ হাসিনার বিচারের প্রসঙ্গ তুলে সারোয়ার তুষার বলেন, ‘জুলাই অভ্যুত্থানে হাসিনার অপরাধ আন্তর্জাতিকভাবে প্রমাণিত।’ শিক্ষার্থীদের আন্তর্জাতিক আদালতে তার বিচারের দাবি তোলারও আহবান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। সংবিধান সংস্কার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, ‘সংবিধান সংস্কার দ্রুত ও গ্রহণযোগ্য করতে গণভোট আয়োজন করা যেতে পারে।’

এএইচ