'সংস্কারের নামে ক্ষমতা আকড়ে থাকার দু:স্বপ্ন পরিত্যাগ করুন'

0

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সংস্কারের নামে বছরের পর বছর ক্ষমতা আঁকড়ে থাকার দু:স্বপ্ন পরিত্যাগ করুন। দ্রুত নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন।

তিনি বলেন, 'বিচারের নামে দশ বছর পার করবেন। তারপর নির্বাচন দিবেন। বিভিন্ন দেশে গণঅভ্যুথান হওয়ার এক বছর পরই নির্বাচন হয়েছে। নির্বাচন হচ্ছে একমাত্র পথ গণতন্ত্র ফিরিয়ে আনার। সংস্কারের নামে কেউ যদি বছরের পর পর ক্ষমতায় থাকতে চান, ক্ষমতা আঁকড়ে রাখতে চান আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশের গণতন্ত্র যদি কোনো কারণে নস্যাৎ হয় তাহলে কিন্তু আপনারা দায়ী থাকবেন। ইতোমধ্যেই সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তৃতীয় পক্ষ সক্রিয় হয়ে আছে।'

আজ (বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি) বিকালে শহরের থানা রোডে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন তিনি।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনার সরকারের মধ্যে কেউ কেউ উসকানিমূলক কথাবার্তা বলছেন, তাদেরকে এগুলো থেকে বিরত থাকার অনুরোধ জানাই।'

তিনি বলেন, 'আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এর আগে অন্য কোনো স্থানীয় নির্বাচন দেওয়া যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশে দ্রুত একটি নির্বাচন চায়। কেউ কেউ বলতে চায় বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরে আসার জন্য, তার বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করার জন্য সরকারকে আমরা কোনো আল্টিমেটাম দেইনি। কোনো কোনো রাজনৈতিক দল অনেক কিছুই বলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কী দলের জন্য কোনো কথা বলেছে কী না ? আমরা কী বলেছি তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে আন্দোলন করবো, না আমরা এমন কোনো কথা বলিনি।'

আসাদুজ্জামান রিপন বলেন, 'আমরা নির্বাচন চাই এই কারণে, বাংলাদেশটা ঠিক পথে চলছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না, নানা ধরনের মানুষ নানা ধরনের কর্মকাণ্ড করে সরকারকে ব্যতিব্যস্ত করে রেখেছে। এটা কোনো ভালো দিক না। গত ১৬ বছর বিএনপির নেতাকর্মীদের গুম খুন করা হয়েছে। লাখ লাখ মামলা কাঁধে নিয়ে এখনো ঘুরে বেরাচ্ছে।'

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহিরুল হক শাহজাদা মিয়া, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক ও সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় কমিটির মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।

ইএ