জাতীয় নির্বাচনের আগে সীমিত পর্যায়ে স্থানীয় নির্বাচন চায় গণঅধিকার পরিষদ

রাজনীতি
0

জাতীয় নির্বাচনের আগে প্রশাসনের সক্ষমতা যাচাইয়ে সীমিত পর্যায়ে স্থানীয় নির্বাচন চায় গণঅধিকার পরিষদ। এতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কামনা করছে তারা। এমনটি জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর।

আজ (বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এ সময়ে তিনি বলেন, ‘নির্বাচনে ভোট জালিয়াতিসহ কোনো প্রকার অনিয়ম যেন না হয় কমিশনকে তা নিশ্চিত করতে হবে।’

এছাড়া আগামীর নির্বাচনে গণঅধিকার পরিষদের জোটবদ্ধ হবার বিষয়ে নেতৃবৃন্দ জানায়, এতে সমমনা দলের সাথে জোট হতে পারে। তবে এখন পর্যন্ত খুব বেশি আলোচনা হয়নি। এ সময় প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং আওয়ামীলীগের নিষিদ্ধের দাবি জানান তারা

এএম