বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান। ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক অবস্থা, অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ, নির্বাচনসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনার কথা।
বিএনপি আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার পক্ষেও নয় মন্তব্য করে তিনি বলেন, কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না তারা।
এসময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কোন দল রাজনীতি করবে আর কোন দল নিষিদ্ধ হবে তা জনগণই সিদ্ধান্ত নেবে।
এছাড়া ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করবেন বলেও জানান মির্জা ফখরুল।