নির্বাচন প্রসঙ্গে কথা উঠলেই অনেকের গাত্রদাহ শুরু হয়: মির্জা আব্বাস

রাজনীতি
0

অন্তর্বর্তী সরকারের সংস্কারে বিভক্তির গন্ধ আছে তাই জনগণ সংস্কার পছন্দ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানান, নির্বাচন প্রসঙ্গে কথা উঠলেই অনেকের গাত্রদাহ শুরু হয়।

আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, 'নির্বাচন প্রসঙ্গে কথা উঠলেই অনেকের গাত্রদাহ শুরু হয়। ভারত নিজেদের স্বার্থে নির্বাচন আহ্বান করছে সেখানে বিএনপি দেশের স্বার্থে নির্বাচন চায়।'

নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসুক না কেন দুর্বল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, 'যে সরকারই ক্ষমতায় আসুক না কেন গণহত্যায় জড়িতরা কেউই বিচারের হাত থেকে রেহাই পাবে না।'

ইএ