‘ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না’

রাজনীতি
0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না। আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় শাহবাগ থানা বিএনপি কর্তৃক আয়োজিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছাতে ধারাবাহিক কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয়। একটি গণতান্ত্রিক দেশে ভোটাধিকার ছাড়া চলতে পারে না। ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না।’

মির্জা আব্বাস বলেন, ‘৩১ দফার মধ্যেই সব সংস্কারের রূপরেখা আছে। যা ২০২৩ সালে এসব সংস্কারের কথা বিএনপি বলে রেখেছে।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারকে সঠিক রাস্তা দেখানোই বিএনপির উদ্দেশ্য, বিব্রত করা নয়।’

তিনি আরো বলেন, ‘বিদেশে বসে অনেকেই তরুণদের বিশৃঙ্খল করছে। অতি উৎসাহী করে তুলছে।’

এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপিকে ইসলামবিরোধী দল হিসেবেও বলার চেষ্টা করা হচ্ছে। বিএনপি নিলে চাঁদা আর তারা নিলে হাদিয়া। এইসব বলে বিএনপিকে দুর্বল করা যাবে না।’

ইএ