দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইলে বিএনপির মহাসমাবেশ। জনসমুদ্রে পরিণত হয় ধনবাড়ীর ভাইঘাট উচ্চবিদ্যালয়ের মাঠ। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।
আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) দুপুর থেকেই ব্যানারসহ মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয় বিএনপিসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেশের বতর্মান রাজনৈতিক চিত্র তুলে ধরে বক্তব্য দেন জেলা বিএনপিসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, যারা সংস্কারের আগে নির্বাচন দিতে চায় না তারা নির্বাচনকে ভয় পায়। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফাসহ অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস দেন এই নেতা।
বিএনপির ভাইস চেয়ারম্যান আযম খান বলেন, ‘বিএনপির ক্ষমতা গেলে এই সরকার সংস্কার কর্মসূচি সহ আরো কর্মসূচি মিলিয়ে যে ৩১ দফা তা বাস্তবায়ন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো তারেক রহমানের নেতৃত্বে।’
ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবৈধ কর্মসূচির প্রতিবাদ ও দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে কুমিল্লাতেও জনসভা করে বিএনপি। দাউদকান্দি হাইস্কুল মাঠে নির্বাচনসহ বেশ কিছু ইস্যুতে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। জানান, এবার ৩শ' আসনে নির্বাচন করবে বিএনপি। এছাড়া জুলাই আগস্টে হত্যাকারীদের যারা এখনো বিচারের আওতায় আসেনি তাদের আটক করে দ্রুত বিচারের দাবি জানান তিনি।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশে ভবিষ্যতে কীভাবে পরিচালনা করলে এ দেশে শেখ হাসিনার আমলে যে অন্যায় অত্যাচার হয়েছে। যে দুর্নীতি,খুন, লুট হয়েছে এগুলোকে যেন বন্ধ করা যায়, তার জন্য আমরা আজ থেকে দেড় বছর আগেই ক্ষমতায় গেলে কী কী সংস্কার করব তা ৩১ দফার মাধ্যমে প্রকাশ করেছি। ’
এদিকে, ভোলায় মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, সরকারকে শক্তহাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের তাগিদ দেন। নির্বাচনের জন্য গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে বিএনপি সরকারকে সব ধরনের সহায়তা করবে বলেও জানান তিনি।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘ বর্তমান সরকার শক্তহাতে আইনশৃঙ্খলাকে পুনরুদ্ধার করবেন এবং এদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন। আমরা আশা করব তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে সমাজে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন। আর যত দ্রুত নির্বাচন দিয়ে এ অরাজকতা থেকে দেশকে রক্ষা করবেন।’
এছাড়া রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত অবাধ ও সুষ্ঠু নিবার্চনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।