আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুরের মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেলান্দহ উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব নূরুল আলম সিদ্দিকীসহ আরো অনেকে।
সবশেষ ২০১৫ সালে মেলান্দহ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হয়েছিল।