'যারা আবারো হত্যা-জুলুমের রাজনীতি শুরু করবে, ছাত্রসমাজ তাদের প্রতিহত করবে'

.
রাজনীতি
0

যারা আবারও হত্যা ও জুলুমের রাজনীতি শুরু করবে, দেশের ছাত্রসমাজ তাদের প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের নেতারা। সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত র‍্যালি শেষে এ হুঁশিয়ারি দেন তারা।

আজ (শুক্রবার, ৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

পরে মুক্তাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নুরুল ইসলামসহ ঢাকা মহানগরের ও কেন্দ্রীয় নেতারা।

এসময় বক্তারা বলেন, 'অমানবিক জুলুম নিপীড়ন করেও ছাত্র শিবিরের অগ্রযাত্রা রুখে দিতে পারেনি ফ্যাসিস্ট সরকার। পেশিশক্তি দিয়ে শিবিরকে দমানো যাবে না।'

সংগঠনটির শহীদদের কথা স্মরণ করে বক্তারা অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান। একই সাথে, ২৪ এর গনঅভ‍্যুথানে নির্বিচারে মানুষ হত‍্যাকারী শেখ হাসিনা ও তাদের নিয়ন্ত্রিত শৃঙ্খলা বাহিনীকে দ্রুত বিচার সম্পন্নের দাবি জানায় নেতারা।

এসএস