মানুষ এখন শেখ হাসিনার শাস্তির জন্য অপেক্ষা করছে: রিজভী

রাজনীতি
0

আওয়ামী লীগ হরতালের ডাক দিলে মানুষ আর লাফ দিয়ে পড়বে না। মানুষ এখন শেখ হাসিনার শাস্তির জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ (বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি) সকালে রিকশা চালক মামুনের জন্য আর্থিক অনুদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি দেশের অর্থনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের পছন্দের ব্যবসায়ীদের দায়ী করে বলেন, ‘সালমান এফ রহমান ব্যাংক ধ্বংস করেছে, শেয়ার বাজার ধ্বংস করেছে। ঢিলেঢালাভাবে সরকার পরিচালনার জন্য আজকে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তাই এদের বিচার নিশ্চিত হলে মানুষ বুঝবে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে।’

এ সময় তিনি সায়মা ওয়াজেদ পুতুলের দুর্নীতি প্রসঙ্গে বলেন, ‘প্রতারক রাষ্ট্র ক্ষমতায় থাকলে তার সন্তানদেরও প্রতারক বানায়, তার উদাহরণ শেখ হাসিনা।’

পরে প্রতিবন্ধী রিকশাচালক মামুনের কাছে আর্থিক অনুদান হস্তান্তর করে ‘আমরা বিএনপি পরিবার’।

এএম