রাজনীতি
0

'অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার থাকতে পারে না'

অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার থাকতে পারে না। নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ (শনিবার, ২৫ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাবে নিউইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্রের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন তিনি।

এ সময় কাদের স্বার্থে নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে প্রশ্ন রেখে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত নির্বাচনি রোডম্যাপ দিবে জনগণ তত দ্রুত নির্বাচনমুখী হবে আর নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখতে তখন জনগণই কাজ করবে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিএনপি অবশ্যই সংস্কার চায় তবে তার আগে অগ্রাধিকার দিতে হবে নির্বাচনকে।’

ইএ