বাহাত্তরের একদলীয় সংবিধানের বদলে বহুদলীয় সংবিধান প্রণয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে তিনি বলেন, 'এই উদ্যোগে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের শেখ হাসিনার পরিণতি মাথায় রাখা উচিত।'
রাজধানীর শাহবাগে আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) বৈষম্যবিরোধী সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে 'মার্চ ফর ইউনিটি এন্ড জাস্টিস' শীর্ষক সমাবেশে এক কথা বলেন তিনি।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, 'বাহাত্তরের একদলীয় সংবিধানের বদলে বহুদলীয় সংবিধান প্রণয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই উদ্যোগে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের শেখ হাসিনার পরিণতি মাথায় রাখা উচিত।'
বিচার প্রক্রিয়ার ও সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তার।
সমাবেশে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, 'সংস্কার স্থায়ী করতে হলে দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে।'
যারা রাজনীতি থেকে জীবিকা নির্বাহ করে তারা সংস্কার চাইবে না বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা।