বক্তব্য রাখতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, ‘৩৬’র লাল যাত্রা নামে আমরা আরেকটি যাত্রা শুরু করলাম। নির্বাচনের আগে আমাদের এ চার দাবি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তা না হলে নতুন বাংলাদেশের বিনির্মাণ ঘটবে না। এ চার দাবি বাস্তবায়নের পর সিদ্ধান্ত হবে আমরা নির্বাচনে যাব কি যাব না। ৫ তারিখ পরবর্তী সময় দেশের যে অবস্থায় দেখতে পাই এবং বর্তমানে বড় বড় দলের যে রাজনৈতিক কর্মকাণ্ড দেখছি তাতে নতুন বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটছে না।’
মিছিলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




