এসময় তিনি জানান, নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়া হয়েছে। সেসব রিপোর্ট এলে খালেদা জিয়াকে ছুটি দেয়া হতে পারে। পরবর্তীতে তারেক রহমানের বাসায় থেকে নিয়মিত চিকিৎসা নেবেন তিনি।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আজকেও একজন চিকিৎসক উনাকে দেখে কিছু পরীক্ষার করার জন্য দিয়েছে। সে পরীক্ষাগুলো আমরা কালকে করাবো সেগুলো রিপোর্ট এলে এবং সব ঠিক থাকলে কাল সন্ধার দিকে উনার রিলিজ হবার সম্ভাবনা রয়েছে। তিনি সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিপার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন।’
জাহিদ আরো বলেন, ‘ওষুধের মাধ্যমে উনার যে চিকিৎসা চলছে তা অব্যাহত রাখার জন্য সব চিকিৎসকরা একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে।’
এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন।