রাজনীতি
0

নতুন যাত্রায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে: জোনায়েদ সাকি

নতুন যাত্রায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এক চোখা হওয়া যাবেনা, সেই সাথে ক্ষমতার ও জবাবদিহিতা দরকার বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

আজ (রোববার, ১৯ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে চেতনায় বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশ ২.০, ভবিষ্যৎ প্রতিষ্ঠার জন্য সংস্কার এবং দৃষ্টিভঙ্গি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন।

এসময় তিনি বলেন, ‘নির্বাচনের আগে সংস্কার দরকার, তবে নির্বাচনের ও প্রয়োজন আছে। বিগত সময় তরুণরা ভোটের অধিকার হারিয়ে ফেলেছিল।’

তিনি আরো বলেন, ‘এই দেশ মুসলমানদের না হিন্দু বৌদ্ধ সবাই থাকবে। সবার পরিচয় হবে রাষ্ট্রের নাগরিক হিসেবে। এটাই ছিল জুলাই আগস্টের আকাঙ্খা।’

একই অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘সীমান্ত অস্থির করে তোলা হচ্ছে। আমাদের ঐক্য নষ্ট করতে চাচ্ছেন।’

জোনায়েদ সাকি বলেন, ‘ঝটিকা মিছিল হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো নিষ্ক্রিয়, অথচ এই ছাত্রলীগ নিষিদ্ধ। আওয়ামী লীগকে ও নিষিদ্ধ করতে হবে।’

এএম