শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে আজ (শনিবার, ১৮ জানুয়ারি) জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, 'সৈনিক, রাজনীতিবিদ, প্রেসিডেন্ট সব পরিচয়েই জিয়াউর রহমান সফল। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলেই তরুণ প্রজন্মকে জিয়াউর রহমান সম্পর্কে জানানো সম্ভব হবে।'
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'সকল পরিচয়ের উপরে যেয়ে বাংলাদেশি পরিচয়ে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন জিয়াউর রহমান। রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয় ছিলেন বলেই বিএনপি সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে টিকে আছে।'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 'জিয়াউর রহমানের সুদূরপ্রসারী চিন্তার ফল এখনও ভোগ করছে এদেশের মানুষ। ডান, বাম, মধ্যপন্থি সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলেছিলেন জিয়াউর রহমান।'