রাজনীতি
0

'ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ থাকবে'

নিষিদ্ধ ছাত্রলীগের দ্রুত বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করলো ছাত্রদল। এসময় ছাত্রলীগকে নিয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ ও বিচারের ব্যবস্থা নেয়ার জানান সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, 'ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ থাকবে।'

২৪ এর জুলাই আগস্টে ছাত্রলীগ ছাড়া সব ছাত্রসংগঠন ছিল এক কাতারে। তাতে হামলা ও হয়রানির শিকার হয়েছে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো।

তবে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেদের মধ্যে তৈরি হয় টানাপড়েন। ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এমন প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাক দিয়েছে মার্চ ফর জাস্টিস কর্মসূচির। সেই ডাকে আজ (শনিবার, ১৮ জানুয়ারি) সকাল থেকে ঢাকামুখী হয় সারাদেশের নেতাকর্মীরা। দুপুরে জড়ো হয় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায়।

এসময় নেতাকর্মীরা দাবি করেন ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি ও অনৈক্য তৈরির পেছনে রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। বিচার না হওয়ায় সক্রিয় রয়েছে তাদের সহযোগীরা।

ছাত্রদলের একজন কর্মী বলেন, ‘আমরা যারা আন্দোলনে ছিলাম আমাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদের বিচারের দাবিতে এখানে আসা।’

আরেকজন বলেন, ‘যারা গুলি চালিয়েছে তাদের বিচার চাই।’

সাড়ে ৩টায় শুরু হয় মার্চ ফর জাস্টিসের পদযাত্রা। রমনা থেকে শাহবাগ মোড়, রাজু ভাস্কর্য হয়ে মিছিল থামে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে। সেখানে ছাত্রলীগের দ্রুত বিচারের জোরালো দাবি জানান কেন্দ্রীয় নেতারা।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ছাত্রলীগকে নিয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ ও বিচারের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকবে ছাত্র সংগঠন। মার্চ ফর জাস্টিস থেকে বলতে চাই আপনারা ছাত্রলীগকে নিয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ করবেন। এছাড়া যারা জড়িত তাদের ছাত্র বাতিলসহ বিচারের আওতায় আনতে হবে।’

দেশে সব সংকটে রাজপথে থাকার প্রতিশ্রুতি দেন ছাত্রদলের নেতারা।

ইএ