রাজনীতি
0

‘বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধ নেই’

বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ (সোমবার, ১৩ জানুয়ারি) রাজধানীর মগবাজার এ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

বৈঠকে আলোচনার বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন জামায়াতের এই নায়েবে আমীর। তিনি জানান, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের সাথে কাঁধে কাঁধ রেখে আগামীতে এক সাথে কাজ করবে।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 'রাষ্ট্রদূতকে আহ্বান জানানো হয়েছে ব্রাজিল যেন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হন।'

তিনি বলেন, 'সুষ্ঠু নির্বাচনের বিষয়টি আলোচনায় ঠাঁই পেয়েছে।’ গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল বিএনপি সাথে জামায়াতে ইসলামী দূরত্ব রয়েছেন কী না?

এ প্রশ্নে নায়েবে আমীর বলেন, 'বিএনপির সাথে জামায়াতের বিরোধ নেই। জামায়াতে ইসলামী অনুভবও করে না যে কোনো বিরোধ আছে বিএনপির সাথে।'

ইএ