গুম হওয়ার পরে কয়েকজন তাদের দুঃসহ স্মৃতি বর্ণনা দিলেন। শুধু একটি বই প্রকাশের সঙ্গে যুক্ত থাকার কারণে তাদেরকে পার করতে হয়েছে দুঃস্বপ্নের দিন। আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) ‘সেই রাজবন্দী জবানবন্দী’ বইয়ের পুনঃপ্রকাশ হয় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। যেটি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসায় করা মামলাগুলোর প্রেক্ষাপটে তৈরি।
মাহাদী আমিন বলেন, ‘আমরা দেখেছি স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন দানা বেঁধে উঠেছিল। তিনি অনেক রাজনৈতিক দল এসেছিল পরে যারা গণতন্ত্র পথ থেকে সরে গিয়ে আপস করেছিল। কিন্তু খালেদা জিয়া আপস করেননি কখনো।’
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার ত্যাগের কথা তুলে ধরে আশাবাদ ব্যক্ত করে বলেন, খালেদা জিয়ার মতো অল্প সময়ের মধ্যে তারেক রহমান মুক্ত হয়ে দেশে ফিরবেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া এখন মুক্ত। চিকিৎসার জন্য তিনি বিদেশ যেতে পেরেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প সময়ের মধ্যে মুক্ত হয়ে দেশে ফিরবেন।’
ক্ষমতায় থাকার জন্য দেশে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিভেদের রাজনীতি না করার আহ্বান জানান মির্জা ফখরুল।
মির্জা ফখরুল আরো বলেন, ‘বিভক্তির রাজনীতি আমরা যেন না করি। এখন দেশকে বাঁচানো ও গণতন্ত্রকে ফিরে পাবার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো ঐক্যের। সংস্কার অবশ্যই লাগবে তবে তার পেছনে যে শক্তি দরকার তা হলো নির্বাচিত সরকার।’
এর আগে প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র বেড়ে যাবার শঙ্কা প্রকাশ করেন বিএনপি নেতারা।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ‘তারা বিভক্ত করার চেষ্টা করছে। আমরা যেহেতু ঐক্যে বিশ্বাস করি তাই জাতীয় ঐক্যে ফাটল ধরুক এমন কিছু চাই না।’
মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বলেন, ‘নির্বাচনের নামে প্রহসনের কারণে একদল দুর্বৃত্ত জন প্রতিনিধি সেজে বসেছিল। এখন আমরা দেখে অত্যন্ত অবাক হচ্ছি নতুন কিংস পার্টি যেটা হবে বলে আশঙ্কা করা হচ্ছে, তারা আবার এসব দুর্বৃত্তদের দলে ভেড়ানোর চেষ্টা করছে।’
তারা বলেন, ‘জাতীয় ঐক্য নষ্ট হোক এমন কিছু চায়না বিএনপি।’