রাজনীতি
0

‘উন্নয়নের নানা কথা বলে আওয়ামী লীগ জাতির বারোটা বাজিয়েছে’

উন্নয়নের নানা কথা বলে আওয়ামী লীগ সরকার জাতির বারোটা বাজিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। আজ (শুক্রবার, ২৭ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে সহযোগী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘সমাজে যারা খারাপ হয়েছে তাদের জন্য বড়ভাবে দায়ী দুষ্ট রাজনৈতিক দল।’

মোহাম্মদ সেলিম বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে যে ভয় দেখানো হয় সেটা মিথ্যা, বরং দেশের প্রতিটি মানুষকে সংশোধন করে রাষ্ট্রের সম্পদ হিসেবে তৈরি করা হবে’

এছাড়া আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে তারাই মুক্তিযুদ্ধ ছিনতাই করেছে এবং দেশের সাধারণ মানুষ যে স্বাধীনতা অর্জন করেছিল তারা সেটা দখল করেছে বলে জানান জামায়াত আমীর।

পরে সহযোগী সম্মেলন অতিথিদের বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এএম