রাজনীতি
0

ভারত বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে: রিজভী

বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভারত সরকারের মনে অনেক কষ্ট কারণ তাদের প্রিয় মানুষ শেখ হাসিনা বাংলাদেশে নেই। তাই তারা তাদের মিডিয়া দিয়ে বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে।

আজ (সোমবার, ৯ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা গ্রামের শহীদ রফিকুল ইসলামের বাড়িতে আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই আগস্ট আন্দোলনে নিহত পরিবারের সদস্য ও আহতের সাথে সাক্ষাৎ সভায় তিনি এমন মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, 'খবরের কাগজে দেখলাম স্বৈরাচার শেখ হাসিনা ভার্চুয়ালি লন্ডনে বক্তব্য রাখবেন। অথচ তারেক রহমান সাহেবকে নিয়ে কী ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। তাই বলতে আপনি যদি বাপের বেটি হয়ে থাকেন দেশে চলে এসে প্রকাশ্যে বক্তব্য বিবৃতি দেন।'

তিনি বলেন, 'শেখ হাসিনা এতটাই নতজানু ছিল, সীমান্ত রক্তাক্ত হলেও একটা প্রতিবাদ করতে সাহস পায়নি। নিজের দেশের গণতন্ত্রের জন্য যারা কথা বলেছে তাদের জায়গা হয়েছে কারাগারে।'

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, 'তারা কথায় কথায় বলে চাল, আলু, পেঁয়াজ দেয়া বন্ধ করে দেয়া হবে। আমাদের প্রতিনিয়ত ভারত নির্ভর করেছে শেখ হাসিনা। আপনারা তো বিনা পয়সায় এসব আমাদের দিচ্ছেন না। আমরা ডলার দিয়ে এগুলো কিনে নিচ্ছি। আপনারা যদি এগুলো পাঠানো বন্ধ করে দেন তাহলে আমাদের দেশের কৃষকরাই সবচেয়ে বেশি খুশি হবে।'

রুহুল কবির রিজভী বলেন, 'অন্যের জন্য গর্ত করলে যে, সেই গর্তে পরতে হয় তার প্রমাণ শেখ হাসিনা। তিনি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে বন্দী রেখেছিলেন। ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে দুই হাজার ছাত্র-জনতার হত্যার দায় নিয়ে শেখ হাসিনা চলে গেছেন। তিনি ভেবেছিলেন তার প্রভু ভারত সরকার তাকে টিকিয়ে রাখবেন। কিন্তু পারেননি।'

সভায় জেলা বিএনপির সভাপতি আফরোজা খার রিতা, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, সভাপতি আতিকুর রহমান রুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত মানিকগঞ্জের রফিকুল ইসলাম, আফিকুল ইসলাম সাদ ও ছায়াদ মাহমুদ খানের পরিবারের সদস্য ও আহতদের আর্থিক সহযোগিতা করা হয়।

এসএস