রাজনীতি
0

অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যর্থ: রিজভী

দায়িত্ব নেয়ার চার মাস পার হলেও অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (শনিবার, ৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর দক্ষিণ বাসাবোতে গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দায়িত্ব নেয়ার চার মাস পার হলেও অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যর্থ হয়েছে।’

সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, ভোজ্য তেলসহ বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের কঠোর হস্তক্ষেপ আহ্বান করেন।

গেল ১৫ বছরে বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী গুমের শিকার হবার কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির এ নেতা বলেন,‘ শেখ হাসিনার সরকারের গুম-খুনের দোসররা এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়ে গেছে।’

এ সময় তিনি ২০২৩ সালের ডিসেম্বরে বাসাবো এলাকা থেকে গুম হওয়া বিএনপির দুই নেতাকে শিগগিরই পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জানান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন,‘যারা দেশের ক্ষতি করছে, দেশ দখলের পাঁয়তারা চালাচ্ছে তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না’

এএম