আজ (শুক্রবার, ৬ ডিসেম্বর) সকালে রাজু ভাস্কর্যে বিপ্লবী ছাত্র মৈত্রীর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ আহ্বান জানান।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যেও আনার আহ্বান জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩ মাসের বেশি পার হলেও বাজারে স্থিতিশীল অবস্থায় আনতে ব্যর্থ হয়েছে। বিপ্লবী ছাত্র মৈত্রীর ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শহীদ স্মরনে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায় শিক্ষার্থীরা।’