দেশে আলোচনার বিষয় যখন সংস্কার। তখন দলগুলোও সরব নিজেদের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের দফাগুলো নিয়ে। বিএনপিও তাদের প্রস্তাবিত ৩১ দফা নিয়ে আলাপ, আলোচনার কমতি রাখছেন না।
তবে এবার দলটি নিয়েছে ভিন্ন উদ্যোগ। ৩১ দফায় জনসম্পৃক্ততা বাড়াতে আয়োজন করা হয় প্রশিক্ষণের। আজ (মঙ্গলবার,১৯ নভেম্বর) এই কর্মশালার উদ্বোধন করেন, বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান। এদিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ঢাকা বিভাগের বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে ড. আব্দুল মঈন খান বলেন, ‘সংস্কারের অজুহাতে নির্বাচন থামিয়ে রাখার যৌক্তিকতা নেই।’ এটিকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সবার ভোটের অধিকার ফিরিয়ে দেয়া।’
তিনি আরও বলেন, ‘একটি সুষ্ঠ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন, সেই সংস্কারগুলো সম্পাদন করে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য দায়িত্ব।’
তবে, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ।
এ জেড এম জাহিদ বলেন, ‘আজকে অনেকেই সংস্কারের কথা বলছেন আমরা সেটাকে সাধুবাদ জানাই। তবে মনে রাখতে হবে দেশের মধ্যে যারা বিশৃঙ্খলা তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে এর প্রতিটি কিন্তু স্বৈরাচারের ষড়যন্ত্র।’
এদিকে প্রেস ক্লাব এক আলোচনা সভায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দলের জন্য নয়, জাতির মঙ্গলেই দ্রুত নির্বাচনী রোডম্যাপ জরুরি।’ অন্যথায়, ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।